অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

যাবতীয় দহন


বনশ্রী রায় দাস
==========


নিরাময়  নিয়ে প্রহর গুনছে ফুলপাড়া ,
সকালের রোদে শুকনো
শিরীষ-মেদুরতা , পঞ্জিকায় সংকেত
বিছিয়ে আবার একটি দিনের সুর - - -
ছন্দের নতুন চৌকাঠে ফেরার প্রস্তুতি ।

তবুও বুকের পাশে বেড়ে ওঠা
পাথরটা নড়ে ওঠে।
কেমন হবে সেদিনের জুনিআলোর নক্সা ?
বৈশাখিঝড়ে কেঁপে ওঠে জলভ্রম ,
দীর্ঘশ্বাসের চোখেমুখে অনর্গল শিলাবৃষ্টি 
টুকরো করছে শস্যের হাড়পাঁজর ।
বিপদ-বৃক্ষে বুঝি গজিয়ে  উঠছে
সহস্র শেকড়বাকড়।
মৃত্যু আড়াল করে অবিনাশী যাবতীয় দহন ,
মাটিতে মিশিয়ে দিতে চাইলে
প্রাণ বলে আর একটু বসে যাও জীবন ।

আবার ফিরে যাই ক্যালেণ্ডারের কাছে ,
ক্ষমা করো ওদের বলে চেয়ে আছেন যিশু  ,
করুণ  দৃষ্টি শুধু বদলে গেছে পোশাক ।
মুখে মাক্স সাদা এ্যাপ্রনে মোড়া আপাদমস্তক
জিজ্ঞাসা করতে গিয়ে শরীরী কম্পন -- -

দিন গোনা শেষ হবে কবে  ?

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন