জুমেলী সরকার
============
হটাৎ কোনো দলছুট বাতাস
আমার শার্সির ধার ঘেঁষে বয়ে যায়
গন্ধে মিশে থাকে খোলা প্রান্তরের গল্পকথা
কখনো বা দিলখোলা আকাশের গান শোনায়
ঘুলঘুলির চড়াই দম্পতি
দু একটি বৃষ্টিদানা শার্সির গায়ে
নদীর জলনূপুর এঁকে দেয়
ঘুঘুডাকা অবসন্ন দুপুরে
টিকটিকিটা হটাৎ ডেকে বলে
ঠিক্ ঠিক্ ঠিক্…....
আমরা সম্পর্কের সুতোয় জড়ানো কয়টি চাতক
বিষের সেতু পেরোনোর অপরাজিত প্রত্যয়ে
নিজেদের আরো জড়িয়ে নিই অতলান্ত বাঁধনে।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন