অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ঝরা পাতার গান


তৌফিকুল ইসলাম  চৌধুরী

===============

প্রকৃতির উন্মাদ উদ্যত প্রশ্বাসে --

শীত আসার আগেই ঝরছে পাতা। 

ঝরা পাতার রোদন করা প্রাঙ্গনে 

কষ্টের বিষ সংক্রমণ ভয়

ছুঁয়ে দিলেই জোয়ার  স্ফীত  নূন। 

 

পুরো দেশই আজ  বিষণ্ণতার শোক বই

ভয়ানক নৈঃশব্দ্যের গান

লোকালয়  ছুঁয়ে  শুধুই ঘনীভূত 

নিভৃত মহাকালের  ঘুমের  কফিনে। 

 

শীত আসার আগেই  ঝরছে  পাতা

কিছু লোক কাঁধে  নিয়ে  তা

দুর্বোধ্য অস্পষ্টতার অষ্টপ্রহর হাঁটছে

কখন ফুরাবে গ্রহনের কাল ! 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন