জারা সোমা
=======
অন্য কোনো নামে আজও ডাকতে পারিনি
জন্মান্তর থেকে উঠে আসা শব্দেরা
খেলে ঘর ঘর বাসনা
উঠোন ঝাঁট দিয়ে জড়ো করি আশ্রয়
পথিক এলেই ঝাঁপিয়ে পড়বে শব্দহীন
কথা ও অকথা গুলো বাজতে থাকে রিনরিন
কখনো রোদ আবার কখনো মেঘ
ভাসিয়ে নিয়ে যায় রূপকথার মতো
মোহনবাঁশিতে ঝুলে থাকে জন্মান্তরের
পৌরুষ
স্পর্শে ভেসে ওঠে ঈদের চাঁদ
বিষাদ-অভিমানী শব্দেরা
শাওন নামে ডেকে বোঝাতে থাকে
রথ ও রতির সমীকরণ।।।
শেষ প্যারাটা মনে রাখার মতোন
উত্তরমুছুনপ্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন