অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

নির্দেশক


 জয়তী

================

কোনোভাবেই নয়,

অথচ ওরা বলে যাচ্ছে ওভাবে নয়, এভাবে নয়..



আর আমি পিতলের চাবি বেঁকিয়ে ঢুকে যাচ্ছি অন্য ঘরে –

পৌঁছাতে পারছি না, আবার ফিরেও আসছি না –

প্রত্যেক ঘরের বাইরে বেরোবার পথ আর একটি দিকনির্দেশ করছে –



ঠিক কোনভাবে আমাদের প্রত্যেকের ফেরা একসাথে হয়!

একসাথে কোনো, মিউজিয়ামের দরজায় ঢুকেছি কোথাও!

আগে পরে- পৃষ্ঠা উল্টে, রাতের পর রাত পাল্টে আমরা জামা বদলাই,



চোখ রাখছি আতস কাচে, ঝাড়বাতি আগেই গেছে নিভে –

কুঁজো এক রাজপ্রাসাদের পাশ দিয়ে হেলে সাপের ঢোঁড়া জিভে-

বহুতান্ত্রিকে পৌঁছে গেলাম!



বর্ষা হলেই পিঁপড়েরা একসাথে ঢুকে পড়ে মন্ত্রণাশালায় –

চিনির খোঁজে চাবিরও যে প্রাণ ছিলো, ভুলেই গেছি প্রায়!

এখনও ভাবছি ওভাবে নয়.... এভাবেও হয়তো নয় - ঠিক কোনভাবে!

তবুও নিক্ষেপিত বলেরও আছে ঠিকানা -

কোনো এক পথ জানে কাকে কখন থামানো হয়..

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন