চাতক বিদ্যুৎ
========
রাস্তা যখন মসনদ ,আর
শুকনো পাতার ঘর
আকাশের বুকে মেঘ-তুলিতে
খুঁজছি আপন পর।
শুকনো বাঁশের আরবাঁশিটা
গায় যেন দোল সেই
আবির সাগর ঢেউ থৈ থৈ
আগুন শুধুই নেই।
মন-মুসাফির গুলবাগিচায়
গুণছে ঝরা পাতা
বিষ-পেয়ালার পানশালাতে
হারিয়ে স্বপ্ন গাঁথা।
সাগর ঢেউ ফেলছে মুছে
পদচিহ্নের বালুচর ,
আকাশের বুকে মেঘ-তুলিতে
খুঁজছি আপন পর।
রোদ-রোদ আলোর খেলা
ছুটছে রাতের ডাকে
বসন্ত আজ গান বেঁধেছে
আপন নদীর ঘাটে ।
মাঝি আমার গুণেই গেল
না ফেরা নদীর ঢেউ
গেল যারা ভাটির টানে
ফিরে এলো না কেউ ।
সবুজ পাতায় লিখছে রোজ
আবির রঙের চিঠি
বিন-মেহমান ঠিকানা হীন
ডাকঘরে খুন-সুটি।
ঝরো হাওয়ায় নদীর জলে
ভাসিয়ে দিলাম ঘর
আকাশের বুকে মেঘ-তুলিতে
খুঁজছি আপন পর।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন