অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
নারী
সুদীপ ঘোষাল
===========================================================================
দুরন্ত বিকেলে সঙ্গিনী তির তির নদী হয়ে বহে
এক রক্তবীজ সকালে তার বুকে পাহাড় বাধা দেয়
সহজ সকাল হারিয়ে যায় ফোঁটায় ফোঁটায়
হলুদ কলকে ফুলে মৌমাছি মধু খোঁজে
ফ্রক কখন শাড়ি হয়ে ফোটে
প্রতি পদে কাঁকড়ের শেকল জড়ায় চরণ
শীতল নদী পাড় ভাঙ্গে, ক্রমশ সংস্কারজালে হারিয়ে যায় মেয়েবেলা
বটবৃক্ষের শাখাপ্রশাখার মত শেকড়েবাকড়ে
আষ্টেপৃষ্ঠে ঝোলে রান্নাঘরের ঝুল
সকাল, বিকেল হারিয়ে গিয়ে শুধু শূণ্য দিবসে ভরন্ত চাঁদের কাড়াকুড়ি
পুতুলের কাদা -পায়েস লুকোচুরি পুজোবাড়ির শ্যাওলা হারায় স্মৃতির জারিজুরি
আমেের আচার আর লাফদড়ির কাঁপানো কথায়
ফিরে ফিরে আসে মেয়েবেলার স্মৃতি
ছেলেটার কান্না দেখে পরিবারে ঝগড়া থামে
শাঁখা খুলে উঠোনে পা বাড়ায় নিয়তির লিখন
কলহ অসুরের শরীরে হিংসা দানা বাঁধে
সন্দিগ্ধ রাত্রিজুড়ে
ছেলেটার চোখের জলে বাঁধ ভেঙে তৈরি হয় ভোরের স্বাবলম্বী রাস্তা
মা ছেলে বেড়িয়ে আসে রাজপথে খোলা হাওয়ায় শ্বাস নেয় মুক্তজীবন
কান্নাভেজা স্মৃতির রাস্তা ধরে তখনও হেঁটে চলে জ্যামিতিক বিন্দু পথ
ছেলেটার বাবা ফাঁকা মানিব্যাগের মত নিকষ আঁধার বয়ে বেড়ায় ঘৃণার দুপুর জুড়ে
রান্নাঘরের পুরোনো ঘ্রাণ, হা হুতাশ উদাস স্মৃতির উঠোন
মনখারাপের বকুল খোঁজে নরম চুড়ির মিষ্টি আওয়াজ
শয্যার ঘেসো সিঁথির পথশোভা হারিয়ে বিন্দু বিষ ভেজায় পাপোষ
বিনম্র এক নরম হৃদয়ে অশ্রু জড়ায় গভীর সন্তানস্নেহ
ভুল বোঝে দূরত্বের বিরহ জীবন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন