সম্পাদকীয়
====================================একটা অন্যরকম সময়ের আবর্তে বাঁধা পড়ে আছি আমরা।
অতিমারী ভাইরাসের সংক্রমণে আমাদের নিজেদের ছন্দ বাঁধা পরে আছে চার দেয়ালের ভেতর। তবুও সময়ের টিক টক আবর্তনে এগিয়ে চলছি একটু একটু করে আর এই সময়ের আবর্তনে সন্তর্পনে হারিয়ে ফেলছি আমাদের অর্জিত অধিকার বোধ।।
অন্যমনে সাহিত্য মনে করছে এটাই সেই সময় যেখানে নান্দনিক সময় , সময় হীনতাকে সময়ের সাথে বেঁধে সময়োপযোগী শব্দ জাদুতে বাঁধবে সময়ের সুর।
সময়ের আর ছন্দহীন সময়, দুঃসময় এর এই দ্বন্ধে সময়ের সুরে সুর মিলিয়েছেন ৭৮ জন শব্দ সৈনিক।
আমরা মানুষ বড়ই স্বার্থপর, আমাদের ভাবনাগুলো বড়ই একপেশে। আমরা এই অস্থির সময়ে ভেবে চলেছি শুধুই আমাদের কথা। আর প্রকৃতি !! এই সময়ে সালংকারা সময়ে পৃথিবী আবার গড়ে তুলছে একটু একটু করে।সারিয়ে তুলছে নিজের দেহের ক্ষত। আজ ওজন স্তরের ভালোর দিকের পরিবর্তন, নদীর দূষণ কমে আসা, শব্দ দানবের বীভৎসতা কমে জীবনকে আবার অনেক বেশি অক্সিজেন দিয়ে চলেছে।
মানুষকে ঘরের ভেতর রেখে প্রকৃতি আবার গড়ে নিচ্ছে তার হারিয়ে ফেলা ঐশ্বর্য।
এই তো সময় , এই সময় আমরা আরও মানবিক হয়ে প্রকৃতির সাথে নিজেদের মেলবন্ধন কে অটুট করি।
অটুট করি আমাদের আগামী প্রজন্মের জন্য।
এগিয়ে চলুক এই পথযাত্রা
উত্তরমুছুনএগিয়ে চলুক এই পথযাত্রা
উত্তরমুছুন