অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

" মা "



" মা "
********************
রীতা দাশগুপ্ত
********************

" মা " শব্দের প্রতিভূ তুমি, তুমি বিশ্বমাতা ,

অনাথ আঁতুড়ে কোল দিলে মাগো

যত অসহায় ছিল যেথা ।

তোমার কীর্তি বর্ণিতে পারি এমন সাধ্য নাই

ধন্য এদেশ,কলকাতা ভূমি তোমার স্নিগ্ধ ছায়ায়



ধর্ম বর্ণ ধনী দরিদ্রএ সমান করুণা তোমার

আশীষ ঝরেছে নির্বিচারেতে

মানুষ উপরে সবার !

আমার দেশের মনীষী শিখায়--

" জীবে প্রেম কর সবে "

দেখায়েছ যেন এই বাণীটাই আপন কির্তিমূলে ।

নতমস্তকে স্মরণ করি সাহসি সন্ন্যাসিনী

চির অন্ধকারের ত্রাতা, উজ্জ্ব্ল আলোক বার্তা তুমি ।

1 টি মন্তব্য: