=============
হে সরকার
=============
প্রচন্ড তৃষ্ণার পরে দুফোঁটা বালির মতো একটা ভালোবাসা তুলে রেখেছি তোমার জন্য। হিরন্ময় ফেনা দিয়ে তুমি তাকে মুছে ফেলতে পারবে না কখনোই। ক্ষুধা আর মিছিলকে যেখানে সমার্থক করে তোলা হয়, সেখানে অনেকখানি ঘৃণা লিখে রাখো। জল কামানের আশীর্বাদ মাথায় নিয়ে তুমি বয়ে চলো গঙ্গা থেকে গোদাবরী। আমি পথের পাশে থালা হাতে বসে আছি আজন্মকাল। এসো, আমাকে মাড়িয়ে যাও বুলডোজারে, মিশিয়ে ফেলো তোমার অবজ্ঞায়।
যেহেতু তোমাকে হাওয়া দিয়েছি পাল তোলার, তুমি এগিয়ে চলো স্রোতের বিপরীতেও। আমি নিছক জলের মতো, গায়ে লেগে থাকতে পারি বিন্দু বিন্দু হয়ে। কিন্তু প্যাকেজিং না থাকায় কখনো মুখে দিয়ে দেখোনি। তাতে অভিমান নেই, বরং তোমার চোখ ফিরিয়ে থাকা আমাকে সাহস জোগায় আরো বেশি ভালোবাসায়।
তুমি রাজপথ বানাও, আমি তার ওপর ধর্নায় বসে তোমার মনোযোগের অপেক্ষায় থেকে যাবো, যতদিন না রক্তে ধুয়ে যায় পিচের ধুলো।
এটা অণুগল্প নয় কবিতা। একটু ঠিক করে নিলে ভালো হয়।
উত্তরমুছুন