==================
তুমি প্রেম
==================
যেদিন জন্ম হচ্ছিল আগুনের আর
নিশব্দে রাত্রি পাকাচ্ছিল তার কুণ্ডলীনি
তুমি আকাশের সব কটি তারা নিবিয়ে
জ্বালিয়ে দিয়েছিলে প্রদীপের আলো
আর ,জানলার ধার ঘেঁষে অপেক্ষা করছিলে
মুষল ধারায় বৃষ্টি আসবে বলে
কেবল আমাদের জন্য
এর ঠিক দুই হাত দূরে আকাশ ভেঙে পড়বে
এক হাত দূরও হয়ে যাবে ঘোলাটে
সেখানে কেবল থাকবে তুমি
এক মুঠো জুঁই হাতে ধরে
তোমার চোখের কাজল বৃষ্টি ভেজা
আমার প্রেম ছুঁয়ে থাকবে
তোমার আমার যুগল শরীর
তুমি বলবে, আমি শুনবো
আমি বললে, তুমি শুনবে
তোমার আর আমার মাঝে
শব্দেরা জড়ো হবে
আমাদের না বলা শব্দেরা জড়াজড়ি করে
শরীর আশ্নেষে নিবিড়
চারিদিক জল আর জল, অঝোর ধারায়
তুমি ছুটবে বৃষ্টির সাথে
আমার বৃষ্টিআদরে পুড়ে যাবে তুমি
যে আদরে উজাড় হবে প্রেম ..
সলাজ থেকে লাজে, দুচোখে ঘনাবে ঘোর
নিজের মত স্বপ্নের রঙে রাঙিয়ে
তুমি পড়ে যাবে আমিও
জাদুবিভ্রম আর আগুনের শিখা ঘিরে থাকবে আমাদের
তোমার ঠোঁটের হাসিতে উঁকি দেবে সূর্যোদয়
আছা, ভূমিকম্পের ঝাঁকুনি তোমার হৃদয়ে কি
নিয়ে আনে আনবিক ঝড়?
==================
যেদিন জন্ম হচ্ছিল আগুনের আর
নিশব্দে রাত্রি পাকাচ্ছিল তার কুণ্ডলীনি
তুমি আকাশের সব কটি তারা নিবিয়ে
জ্বালিয়ে দিয়েছিলে প্রদীপের আলো
আর ,জানলার ধার ঘেঁষে অপেক্ষা করছিলে
মুষল ধারায় বৃষ্টি আসবে বলে
কেবল আমাদের জন্য
এর ঠিক দুই হাত দূরে আকাশ ভেঙে পড়বে
এক হাত দূরও হয়ে যাবে ঘোলাটে
সেখানে কেবল থাকবে তুমি
এক মুঠো জুঁই হাতে ধরে
তোমার চোখের কাজল বৃষ্টি ভেজা
আমার প্রেম ছুঁয়ে থাকবে
তোমার আমার যুগল শরীর
তুমি বলবে, আমি শুনবো
আমি বললে, তুমি শুনবে
তোমার আর আমার মাঝে
শব্দেরা জড়ো হবে
আমাদের না বলা শব্দেরা জড়াজড়ি করে
শরীর আশ্নেষে নিবিড়
চারিদিক জল আর জল, অঝোর ধারায়
তুমি ছুটবে বৃষ্টির সাথে
আমার বৃষ্টিআদরে পুড়ে যাবে তুমি
যে আদরে উজাড় হবে প্রেম ..
সলাজ থেকে লাজে, দুচোখে ঘনাবে ঘোর
নিজের মত স্বপ্নের রঙে রাঙিয়ে
তুমি পড়ে যাবে আমিও
জাদুবিভ্রম আর আগুনের শিখা ঘিরে থাকবে আমাদের
তোমার ঠোঁটের হাসিতে উঁকি দেবে সূর্যোদয়
আছা, ভূমিকম্পের ঝাঁকুনি তোমার হৃদয়ে কি
নিয়ে আনে আনবিক ঝড়?
খুব সুন্দর
উত্তরমুছুন