অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

সভ্যতা

  

 

সভ্যতা
===============
তৈমুর খান
===============



এক একটি সংসার তো গবেষণাগার

এক একটি ইতিহাস তো চৈত্রমাস

কালকেতুর আমানি খাবার গর্তে

আমরা নেমেছি

আমরাই নক্ষত্রবীথি ধ্রুব কালপুরুষ


নাও বাইতে বাইতে বিপুল গান

এবং মৃত্যু বইতে বইতে বিপুল প্রাণ

ছড়িয়ে দিয়েছি এই বিজ্ঞাপনে

কাপড় উড়ে গেলে বুক জুড়ে পূর্ণিমা চাঁদ


অন্ধকার আলোকিত হলে আবার রবীন্দ্রনাথ

সূত্র খুঁজতে খুঁজতে আবার নজরুল

মনসার ভাসানে কেমন উদ্দাম জল

পালাকার বোঝে সব লুকানো নাচন


গোপন দুয়ার খুলে ডেকে নিই কাকে?

এসব কথা কেউ কেউ জানে

তবুও নাটক বলে বোঝাই তমসাকে


রাজনৈতিক মাঠে শুধুই শকুন নামে

সভ্যতা কি মরে যায় তাদের উল্লাসে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন