অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

একটি কুড়ির খসে যাওয়া

  

 

একটি কুড়ির খসে যাওয়া
===================
বিষ্ণুপদ ব্যানার্জী
===================



বাবা - মা শিক্ষিত না হলেও যথেষ্ট অর্থসম্পন্ন, প্রতিপত্তিও একটু হয়েছে অর্থের জোরে। তাদের একটি পুত্র সন্তানও আছে, তাই আদরের দুলালকে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য নামকরা স্কুলে ভর্তি করে। এটা কিন্তু তার ছেলের কাছে ভালো লাগেনি। সে চেয়েছিল কোন বাংলা স্কুলে পড়বে, যেটা তার কাছে ভালো লাগে।


ছেলেকে সব রকমের সুযোগ - সুবিধা, ভালো ভালো টিফিন, নিজেদের গাড়িতে করে পৌঁছানো, দামী দামী গিফ্ট, জমা কাপড় আরও কত কি পেত ! কিন্তু তারা ছেলেটিকে সময় দিতনা ও পড়াশুনাতে বাবা - মার সাহায্য পেত না। অর্থের বিনিময়ে যা যা পাওয়া যায় সব পেত ছেলেটি, সেটা মেনে নিতে পারেনি ছেলেটি শিশুকাল থেকেই।


এভাবে চলতে থাকে এবং ছেলেটি একসময়ে হাল ছেড়ে দেয় ও পড়াশুনা থেকে নিজেকে দূরে সরাতে থাকে। ধীরে ধীরে ছেলেটিকে অবসাদ গ্রাস করতে থাকে। ওদিকে তার বাবা মাও হাল না ছেড়ে তার উপর আরও চাপ সৃষ্টি করতে থাকে। গৃহ শিক্ষক মানা করা সত্ত্বেও।



কিছু বছর পরে জানা যায় ছেলেটির স্থান হয়েছে শহরের কোন এক বিখ্যাত পাগলা গারদে। এইভাবে একটা তরতাজা প্রাণ কিভাবে নষ্ট হয়ে গেল শুধুমাত্র বাবা মার মিথ্যা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন