অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

নিন্দুক শ্যেন

  

 


যেখানে তাকাই
================
নিন্দুক শ্যেন
================

সিনান শেষে যখন তোমার

সিক্ত এলোচুল,

আমার বুকে গান গেয়ে যায় প্রেমিক

সে নজরুল...….

বেণী বাঁধিয়া দে,

ভালো করে বিনোদ বেণী

বাঁধিয়া দে......,

তুমি যখন বাতি জ্বালাও তুলসী তলায়,

কিংবা ঈদগাহে

আমার পরাণে 'কুসুম তুলিছে

পল্লিবালা'গান খানি সে গাহে,

তুমি যখন ঘরটা সাজাও

অবাক পরিপাটি,

আনমনে থাকি চাহি,

সেই নজরুল গেয়ে ওঠে..

"আলগা করো গো খোঁপার বাঁধন,

দিল ওহি মেরা ফাঁস গয়ি"।

ঘুমের মাঝে স্বপনে এসে ভাঙায় নিদ্রাখানি,

সে গেয়ে যায় আপনমনে

"চিনি তোমারে চিনি,তুমি বিদেশিনী যে সুমন্দ্র ভাষিনী"।

রাত্রি হলে ভোর,চোখে চোখ রেখে

যখন দেখি তোমার দুচোখ শান্ত,

বুকের ভেতর দামামা বাজিয়ে বলে সেই নজরুল,

" আমি বিদ্রোহী রণ-ক্লান্ত"...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন