ঋণ
==================
মৌসুমী রায়
==================
ঋণ নিয়ে জীবন কাটছে--
কখনো নীল আকাশের রঙ
নয়ত কৃষ্ণচূড়ার লাল মেশাই
বেরঙ স্বপ্ন নিজের খেয়ালে রাঙাই।
নদীর জল ছুঁয়ে যায় আলতা পরা পা--
জল লাল হয় হৃদয়ের ক্ষতের রক্তে
চোখে শ্যাওলা লাগা ঘোর
আমি কষ্টেই সুখী কেউ পারেনা বুঝতে।
অনুভবের নদীতে আজো শূন্যতা--
বার বার প্রতারিত জীবন আজ নীল
বন্ধকী ভালোবাসায় ঋণ শেষআমি খুঁজি ভালোবাসা আর যৌনতার অন্তমিল।
==================
মৌসুমী রায়
==================
ঋণ নিয়ে জীবন কাটছে--
কখনো নীল আকাশের রঙ
নয়ত কৃষ্ণচূড়ার লাল মেশাই
বেরঙ স্বপ্ন নিজের খেয়ালে রাঙাই।
নদীর জল ছুঁয়ে যায় আলতা পরা পা--
জল লাল হয় হৃদয়ের ক্ষতের রক্তে
চোখে শ্যাওলা লাগা ঘোর
আমি কষ্টেই সুখী কেউ পারেনা বুঝতে।
অনুভবের নদীতে আজো শূন্যতা--
বার বার প্রতারিত জীবন আজ নীল
বন্ধকী ভালোবাসায় ঋণ শেষআমি খুঁজি ভালোবাসা আর যৌনতার অন্তমিল।
প্রবাসী প্রিয়
=================
আমার..
প্রবাসী প্রিয় আত্মরক্ষায়
অনেক বিদ্যে ঝাড়ে,
প্রেম পেলে তার ভিতরের
ছদ্মবেশী বাঘ লাফিয়ে ওঠে ঘাড়ে।
যখন সে..
বক ধার্মিক নেশা ও পেশায়
অঙ্গীকারে দীপ্ত প্রতিবাদী,
সেও বাঁচে সবুজ স্বপ্নে
সারিয়ে হৃদয়ের ব্যধি।
আসলে তার..
প্রানের তাপে দাবদহের জয়
বিপ্রলব্ধার শিকড়ে টান
অকারণ মন আনচান
বুকেতে তার আবাদি সঞ্চয়।
=================
আমার..
প্রবাসী প্রিয় আত্মরক্ষায়
অনেক বিদ্যে ঝাড়ে,
প্রেম পেলে তার ভিতরের
ছদ্মবেশী বাঘ লাফিয়ে ওঠে ঘাড়ে।
যখন সে..
বক ধার্মিক নেশা ও পেশায়
অঙ্গীকারে দীপ্ত প্রতিবাদী,
সেও বাঁচে সবুজ স্বপ্নে
সারিয়ে হৃদয়ের ব্যধি।
আসলে তার..
প্রানের তাপে দাবদহের জয়
বিপ্রলব্ধার শিকড়ে টান
অকারণ মন আনচান
বুকেতে তার আবাদি সঞ্চয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন