বিসর্জনের উৎসব
=================
পূরবী শাসমল
=================
=================
পূরবী শাসমল
=================
তোমাকে একদিন পেতে চেয়েছিলাম
শীতের বিদায়ীর সুরে,
আর বসন্তের
পলাশ বিছানো রাএির মদমত্ততায়
কুসুম কাননে চয়ন করেছিলাম
কতই না স্বপ্ন,
এখন সেগুলি মিলিয়েছে,
নিয়েছে বিদায়।
জীবনটা তো বড়ই কঠিন
ফুল বিছানো পথ নয়,
সফল হতে গেলে
হৃদয়টাকে কঠোর করতে হয়।
অতীত ভুলে নতুন করে
শুরু করেছি সব,
আমার হৃদয় জুড়ে তাই
আজ তোমার বিসর্জনের উৎসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন