অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

কবিতায় সবিতা


কুমড়াডিহি গাঁয়ের লইতন ঠাকুর
=========================
সবিতা বিশ্বাস
=========================

শুন নুনা তুকে সিদিন হুঁই কথাট’ বুলতে ভুলিং গেঁইছি বাপ

তুর মুনে আছ্যে বড় পুজার সময় গাঁয়ের পাঁচজনের সাথ্যে

কইলকাতায় ঠাকুর দেখতে গেনু

সিবার আর একট’ ঠাকুর দেইখেছিল্যম বাপ

তুকে কি বুলব্য তালগাছ্যের পারা ইয়া লম্বা আলখাল্লা পরা মানুষ!

বইস্যে লয়রে, ডাঁড়ায়ে আছ্যে খাড়া


বাপরে! ই ক’ন ঠাকুর বট্যেক

হারান ম্যাস্টর বুললে পেন্নাম করো খুড়া

ই ঠাকুরের মাথাট’ পিত্থিমেতে সবাকার চেয়ে উঁচা

ই হইল গে রবিঠাকুর, বই লিখ্যে ম্যাডেল পেইয়েছ্যে

সি নাহয় মানল্যম, কিন্তুক ঠাকুরের ইকি দুদ্দসা!

গলাট’তে শুকনা ফুল্যের মালা, মাথার পরে কাক বইস্যে উঁ কম্মটি সাইরছ্যাক

গাঁয়ের আলখাল্লাট’তে বদ গঁন্ধ ছুইটছ্যে ভাদুলি বেসরার কানির পারা


ও ম্যাস্টর ই কিমন কইলকতা গ’?

ঠাকুরট’কে ইঠেনে একলা একলা ডাঁড় করায়ে রাইখেছ্যে

মাথার উপর কুনো ছাউনি লাই, ছাতা লাই

দেখোনা কেন্যে ম্যাস্টর রইদে পুড়ে ঠাকুরের গা দিয়ে খোস উইঠছ্যে

ম্যাস্টর মুখে আঙ্গুল দিয়ে বুলল্যেক চুপ্ চুপ্ খুড়া

কে কুথাকে শুইন্যে ফেইলব্যাক ত্যাখন গারদে পুইরে দিব্যাক

পা চালাও গ’ খুড়া পা চালাও

বুঝলি নুনা সিদিন থেইক্যে মনট’র ভিতর বড় আনচান কইরছ্যে বাপ

অ্যানেক ভেইব্যে দেইখল্যম ও ঠাকুরট’কে হামদের কুমড়াডিহি গাঁয়ে লিয়ে আইসত্যেই হব্যাক

হারান ম্যাস্টরকে বুলব্য রবিঠাকুরের লেইগ্যে ইসকুলে একট’ ছাপড়া বানাও

কি বুলিস নুনা ভালো হব্যেক লাই?

হামার ই কাঁন্ধের গামছাট’ দিয়ে ঠাকুরের গা সাফ কইরে

করঞ্জা ফুলের তেল মাখায় দিব্য, কুরচি ফুলের মালা পরায় দিব্য

সন্ঝ্যাবেলা পিদিম দিব্য, ধামসা মাদল লাচ দিখাব্য

ধিতিন তিনা! ধিতিন তিনা!

ধিকচা ঘিজিং! ধাতিন তিনা!

কুমড়াডিহির লইতন ঠাকুর তুমাক্যে ছাইড়ব্যক লাই গ’ ছাইড়ব্যক লাই

ধিতিন তিন! ধিতিন তিন!

লইতন ঠাকুর তুমাকে হামরা ভালোবেইস্যে রাইখব্যক চিরদিন |







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন