অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

মুখোশ

 

 

মুখোশ
==================
ধৃতি মল্লিক
==================



ছন্নছাড়া দস্যি মেয়ে

শান্ত ভীষন আজ,

হাসি মাখা মুখোশেতে

বেরং যেনো সাজ।


কেউবা হাসে,কেউবা কাঁদে

কেউবা লাগায় মলম,

কেউবা আবার কাঠি ঠুকে

বাড়িয়ে তোলে জ্বলন।


পরের উপকারেই ব্যস্ত

চোখ যেনো তার ক্লান্তিহীন,

ভালো মানুষ সাজার মুখে

আসলে সে চরিত্রহীন।


যখন তুমি চিনবে মানুষ

মুখোশ হটিয়ে,

ভালো - খারাপ অনেক কথাই

সে দেবে রটিয়ে।


যেমন তুমি, তেমনই রও

হইয়ো না বিচল,

ভালো যে জন,ভালোই রবে

খারাপ যে,সে অচল।


দোকানের ওই মুখোশগুলি

তাওতো চেনা যায়,

মুখোশধারী মানুষগুলি

চেনা বড়ো দায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন