অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

কবিতায় বঙ্গ রাখাল

 

 

জলন্ত জীবন
================
বঙ্গ রাখাল
================



বড় বেশি বেমানান কুঁকড়ে ওঠা চুম্বন

মুরগীর মত হাঁপসে ওঠে লাল মোরগ

রাতের বুকচিরে বের হয়ে আসে

সিঁদুর মাখা ঘাই হরিণ

জোড়ামোরগ খাবার থালায়

চোমখে ওঠে যোজন দূরের ছবিরপাখি

আগুন পাহাড় ধরে হেঁটে চলা ...

 



রাষ্ট্রে কলমের দাম নেই
==================


আমি আর লিখব না

কেননা, এবার পেশাবের

জোয়ারে ভাসাবো স্বদেশ

আমি আর লিখব না

কেননা, সত্য, ন্যায় খেয়ে

স্ত্রীর জরায়ুতে পুরে দিবো আগুন

কেননা, সেখানে যেন জন্ম হয়

বিবেক, মস্তিষ্কের রক্ত মাংসের মানবিক কারুকাজ…


 

 

 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন