অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

চেনা স্রোত......

 

চেনা স্রোত......
===============
অমিত কুমার সাহা
===============


কঠিন সময় গভীর অসুখ,
পৃথিবীর এখন দারুণ জ্বর;
এরই মধ্যে সুযোগ করে,
শ্রদ্ধাজ্ঞাপনের অবসর।

দুঃখ দিয়ে জীবন বাঁধা,
নামের মধ্যেও দুঃখযাপন;
চুরুলিয়ার সহজ শিশুর,
কথায় গানে মন উচাটন।

কলম দিয়েই প্রেমের কথা,
কখনো আবার বিদ্রোহ;
সেই কলমই জয়গান গায়,
চেয়ে শ‍্যামার অনুগ্রহ।

নজরুল মানেই ঝাঁকরা কেশ,
নজরুল মানেই দৃপ্ত চোখ;
নজরুল মানেই ঘরের ছেলে,
হৃদয়নদীর চেনা স্রোত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন