অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

আর্তনাদ

 

 

আর্তনাদ
===================
দিপ্সি দে
===================

দুই হাতে মেখেছি আগুন দেখেছি রক্তের তৃষ্ণায় তৃষ্ণার্ত এক শাসক।

ধু ধু প্রান্তরে জমেছে সেইদিন অনাহারী চাতকের ভিড়।


প্রেমের কবিতার ডালি নিয়ে

কত কবির ভিড় জমেছিল প্রকাশনীর বাইরে,.....সেইদিন

সেইদিন আমি ছিলাম
ধুলোমাখা হাতে এক রাশ,

ক্লান্তি নিয়ে দেখেছি পূর্নিমার চাঁদ বাড়ি ফেরার রাতে।

কত কাল? পরে ও আমার কবিতার কবিটি করবে হাহাকার?

সে কি ভুলে গেছে গান

রোদেলা আকাশের মেঘ তাকে কি আর কাছে ডাকে না।

এতকাল পরে আমার রক্ত মাখা হাত নিয়ে,

কোন সভ‍্যতায় কোন নগরীতে দাড়াতে হবে মাথা তুলে!

আমার অগ্রজ কবিদের কবিতার কথা......


চোখে দেখা ধর্মের গোড়ামি
নির্যাতন ক্ষুধার তারণা শিক্ষিত তরুণ তরুণীর বেকার জীবন

সেই সব কি থাকবে?

নাকি দুহাতে কালি মেখে ফিরে যেতে হবে আমায়,

অন্ধকার দরজার ভিতর দিয়ে।

ফিরে যেতেই যদি হয় তবে কেন চাতকের জল তৃষ্ণা

ক্ষুধার্থ যদি থাকতেই হয় রক্ত যদি ঝড়াতেই হয়

তবে ভোটার আইডি নিয়ে
আমার শাসকের দরজায় গিয়ে
চেঁচিয়ে বলতে দ্বিধা বোধ করবো না,
হে শাসক তুমি শোষক।

চিরকাল শাসকেরা শোষন করে যায়

নীরেন্দ্রনাথের শিশু ঘুমিয়ে দিন কাটায়।

বুদ্ধিজীবী দের ভিড় জমে
ধর্ষিত শোষিত মানুষ দের শশ্মাণ ঘাটে।

এই সব দেখেছি আমি
দেখেছি রক্তের রক্তের খেলা

শুনেছি কত আর্তনাদ কত চিৎকার

তবুও আমার দেশ ডিজিটাল ইন্ডিয়া।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন