দুই ঋত্বিক
=================
হরেকৃষ্ণ দে
=================
এসেছিলে বাংলার মাটিতে,
দিয়ে গেছো আলো--
মহীরুহ হয়ে আজও আছো অন্তর ও বাহিরে 'রবীন্দ্র-নজরুল'।
'চোখের আলোয় ','আগুনের পরশমনি'প্রাণে প্রাণে জাগিয়েছো তোমার 'গীতবিতানে'র অমর সৃষ্টিপথে।
শ্যামাসংগীতে প্রাণের সুর বেজে ওঠে,
তোমার 'অগ্নিবীণা'য় পেয়েছি বাঁচার তাগিদ.....
'আগুনের ফুলকি' ছুটেছে 'সর্বহারা'র 'সৃষ্টি সুখের উল্লাসে'।
হে বিদ্রোহ কবি,
হে কবিগুরু--
তোমাদের উজ্জ্বল উপস্থিতি বাংলার ছায়া,পল্লবিত মহীরুহ।
'গীতাঞ্জলি'র গৌরবে গরীয়ান বাংলার সাহিত্য,
হিন্দু-মুসলমানের বিদ্বষের কালি মোচনে আজও গেয়ে চলি "মোরা একই বৃন্তে দুটি কুসুম..."
জাতীয় সংগীতে দুই বাংলায় ভরে ওঠে দেশপ্রেম।
দুই ঋত্বিক রূপে আমাদের
বুকে থেকো অক্ষয়।
=================
হরেকৃষ্ণ দে
=================
এসেছিলে বাংলার মাটিতে,
দিয়ে গেছো আলো--
মহীরুহ হয়ে আজও আছো অন্তর ও বাহিরে 'রবীন্দ্র-নজরুল'।
'চোখের আলোয় ','আগুনের পরশমনি'প্রাণে প্রাণে জাগিয়েছো তোমার 'গীতবিতানে'র অমর সৃষ্টিপথে।
শ্যামাসংগীতে প্রাণের সুর বেজে ওঠে,
তোমার 'অগ্নিবীণা'য় পেয়েছি বাঁচার তাগিদ.....
'আগুনের ফুলকি' ছুটেছে 'সর্বহারা'র 'সৃষ্টি সুখের উল্লাসে'।
হে বিদ্রোহ কবি,
হে কবিগুরু--
তোমাদের উজ্জ্বল উপস্থিতি বাংলার ছায়া,পল্লবিত মহীরুহ।
'গীতাঞ্জলি'র গৌরবে গরীয়ান বাংলার সাহিত্য,
হিন্দু-মুসলমানের বিদ্বষের কালি মোচনে আজও গেয়ে চলি "মোরা একই বৃন্তে দুটি কুসুম..."
জাতীয় সংগীতে দুই বাংলায় ভরে ওঠে দেশপ্রেম।
দুই ঋত্বিক রূপে আমাদের
বুকে থেকো অক্ষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন