অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

দু এক কথা ৩

  

দু এক কথা -৩
=================
তীর্থঙ্কর সুমিত
=================



নিয়মিত কিছু কথা
হাত বদলালে মুখ বদলে যায়
সুরঙ্গ পথে রেখে আসা বিশ্বাস
ঘরের আনাচে কানাচে
দৈনন্দিন ভালোলাগার হিসাবগুলো
কখন যেন মাস ছুঁয়ে বছর ছুঁয়ে
যুগে পরিণত হয়েছে
ভোরের সকালে এখনও কাক আসে
বারান্দায় পায়রা বসে
##
আর মুক্তি তোমার সাদা পাতায় জ্বলজ্বল করে।



 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন