অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

বৃষ্টি আসার সুরে সুরে

  

 

বৃষ্টি আসার সুরে সুরে
==================
গোবিন্দ মোদক
==================



মেঘ জমেছে ভীষণ রকম ঈশান কোণে।

চুপটি করে স্তব্ধ বাতাস প্রহর গোণে ।।


হঠাৎ করেই শোঁ শোঁ করে তুমুল হাওয়া।

ধুলোবালি শুকনো পাতার উড়ে যাওয়া ।।


তারপরেতেই ক্কড় ক্কড় ক্কড় ভীষণ জোরে।

চোখ ঝলসে বড়ো মাপের বাজটা পড়ে ।।


বাজের সঙ্গেই ছুট্টে আসে বৃষ্টি জোরে।

আবর্জনা যায় ভেসে যায় জলের তোড়ে ।।


ঠান্ডা হয় পৃথিবীটার বুকের জ্বালা।

স্নানটি সেরে ঝকঝকে সব গাছ-পালা ।।


সোঁদা গন্ধ আবেশ ভরে ছড়িয়ে পড়ে।

গ্রীষ্ম শেষে প্রাণটা যেন আসে ধড়ে ।।


চারিদিকের সৃষ্টি-সুখের বৃন্দ গানে।

ছন্নছাড়া জীবন জুড়ে ছন্দ আনে ।।


সৃষ্টিসুখ আর প্রাণের আরাম ছড়িয়ে পড়ে।

ভিতর বাহির ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে ।।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন