অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

প্রবহমান

 

 

প্রবহমান
=================
রঞ্জন চক্রবর্ত্তী
=================



ওইখানে বেগবতী পশ্চিমবাহিনী – নদীখাতে ছড়িয়ে নুড়ি ও পাথর
এইসব নিয়েই মেঘ ও রোদের প্রবহমান সংসার
নদীর খাত দিয়ে, দু’কুল ছাপিয়ে
একদা বয়ে গিয়েছিল স্রোতধারা
ঐ জলে ছিল গভীরতা
ঐ জলে ছিল হৃদয়ের উচ্ছ্বাস
ঐ জলেই ছিল ভালবাসা
নুড়ি ও পাথরে ছিল এই ভালবাসার স্বাক্ষর
চড়া রোদে নদীর শুকনো খাত শুষে নিয়েছে কিছু
বাকিটা ছড়িয়ে দিয়েছে বালি ও মাটিতে
এখন বেশ কিছুদিন হল বৃষ্টি নেই
নদীখাতে নেই জলের ক্ষীণতম ধারা
ভালবাসার স্রোত শুকিয়ে গেছে অনেক আগেই
শুধু তার স্পর্শ লেগে আছে নুড়ি ও পাথরে





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন