তৃতীয় নয়ন
=================
সুনন্দ মন্ডল
=================
একচোখে রবি
অন্য চোখে নজরুল।
বিশ্বটা জড়িয়ে আছে
ভুলি না কেউ একচুল।
প্রশ্নটা নয় সেখানে,
মনে জাগে তাঁদের কবিতা গান
আছে প্রেম, বেঁচে থাকার শক্তি
তবু কেন মানুষ কাড়ে মানুষের প্রাণ।
কেন এত হিংসা তবে
মানুষ কি হইনি এখনো?
ভুল জানি মানুষ মাত্রই করে,
এ ভুল কি যাবে না শোধরানো!
একচোখে রবি
অন্য চোখে নজরুল।
বিশ্বাস উঠে গিয়ে
চারিদিকে ভুল আর ভুল।
তবু থাকো বেঁচে, নও শুধু ছবি
তৃতীয় নয়নে জাগো নজরুল-রবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন