নজরুল নামে
================
পাভেল আমান
================
নজরুল নামে আজো বেঁচে আছে
সাম্যের জয়গান
নজরুল নামে বাঙালির কাছে
মনুষ্যত্বের আহবান।।
নজরুল নামে দোর খুলে খুকি
প্রভাতের সূচনায়
নজরুল নামে আসে নানা ঝুঁকি
বিদ্রোহের চেতনায়।।
নজরুল নামে তবু ফুল ফুটে
মননের বাগিচাতে
নজরুল নামে সদা রবি উঠে
আকাশের সীমানাতে।।
নজরুল নামে জাগরুক ভালোবাসা
সমাজের প্রতি ঘরে
নজরুল নামে অনাচার কোণঠাসা
প্রতিবাদ চিরতরে।।
নজরুল নামে বিকশিত মানবতা
সম্প্রীতির বাঁধনে
নজরুল নামের প্রাণভরা উদারতা
জীবনের সাধনে।।
================
পাভেল আমান
================
নজরুল নামে আজো বেঁচে আছে
সাম্যের জয়গান
নজরুল নামে বাঙালির কাছে
মনুষ্যত্বের আহবান।।
নজরুল নামে দোর খুলে খুকি
প্রভাতের সূচনায়
নজরুল নামে আসে নানা ঝুঁকি
বিদ্রোহের চেতনায়।।
নজরুল নামে তবু ফুল ফুটে
মননের বাগিচাতে
নজরুল নামে সদা রবি উঠে
আকাশের সীমানাতে।।
নজরুল নামে জাগরুক ভালোবাসা
সমাজের প্রতি ঘরে
নজরুল নামে অনাচার কোণঠাসা
প্রতিবাদ চিরতরে।।
নজরুল নামে বিকশিত মানবতা
সম্প্রীতির বাঁধনে
নজরুল নামের প্রাণভরা উদারতা
জীবনের সাধনে।।
বেশ ভালো
উত্তরমুছুন