অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

হিয়ার মাঝে রবি-নজরুল

 


হিয়ার মাঝে রবি-নজরুল
=======================
পিঙ্কি ঘোষ
=======================



ছেলে বেলায় শাড়ি পরে যখন

কাবুলীওয়ালার ছোট্টো মিনি সাজতাম,

তখন পরিচয় তোমার গানের সাথে,

"কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা"

কিশোরীর দোরগড়ায় সমাপ্তির দস্যির সাথে দেখা,

যৌবনের আগুনে উঁকি দেয় সাদা শাড়িতে

নিয়মের বাধ ভেঙে দেওয়া বিনোদিনী।

তুমি আজও আমাদের আয়না।

আবর্তের যেদিকেই চোখ রাখি দেখি-

তোমার সৃষ্টির সব চরিত্র গুলো আমার

একাকীত্বের অগোচরে দাঁড়িয়ে আছে।

আমার ভিতর-বাহিরে সর্বত্র রবি কিরণে

স্নাত হয়,পূর্ণ হয়,অনুরণিত হয় চতুরঙ্গের দামিনীর পদচারণায়।

তোমার খোলা হাওয়া মনের পালে লাগিয়ে

ঘরে-বাইরে সব একাকার হয়ে গেছে।

তুমি সাহসের দুয়ার উন্মুক্ত করে বলেছিলে-

"প্রেমেরও জোয়ারে,ভাসাবো দোহারে।"

চন্ডালিকা থেকে পূজারিনী-সবার মাঝেই

বিগত দিনের সুপ্ত আমিকেই দেখেছি আমার রবি কবি।

আজও ভৈবরীর সুরে একাকার হয়

গীতবিতান আর অগ্নিবীনা।

দূর দ্বীপ বাসীনির পদধ্বনী শোনা যায়

সুদূর দারুচিনির দেশের ওপার থেকে।

রক্তের চোরা কাল বৈশাখীর উত্তাল ঢেউয়ের

নাম আমার বিদ্রোহী নজরুল॥




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন