অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

মনুষ‍্যত্ব

 

 

মনুষ‍্যত্ব
===================
সুতপা ব‍্যানার্জী(রায়)
===================


গোপাল আর ফটিক খাবার বিলির লাইনে দাঁড়িয়ে।

স্থানীয় ক্লাব প্রগতি সঙ্ঘের তরফ থেকে ওদের খাবার দেওয়ার বন্দোবস্ত হয়েছে। দাঁড়াবার জন্য ক্লাবের তরফ থেকে গোল গোল দাগ কেটে দেওয়া হয়েছে।

তবু কারুর কারুর মধ্যে একটু ঠেলাঠেলি করার প্রবণতা। ক্লাবের ভলান্টিয়াররা সুন্দরভাবে ভীড়

নিয়ন্ত্রণ করছে। শুকনো খাবার দেওয়া হচ্ছে, পাউরুটি, ডিমসেদ্ধ আর কলা। বিপদের সময়ে এই অনেক তাই দলে দলে লোকও আসছে অনেক। আর আসবে নাই বা কেন। আশেপাশের কলোনির লোকেদের এখন অনেকেই বেকার হয়ে ঘরে। সব কাজ থামিয়ে রাখলেও পেটের খিদে তো আর থেমে থাকবে না। গোপাল নিজের প‍্যাকেটটা নিয়ে আবার ঘুরে লাইন দিতে গেল। তাই দেখে ফটিক-"আরে তুই আবার লাইনে দাঁড়াচ্ছিস কেন?" গোপাল-"ঠাকুমা তো আসতে পারে নি, তাই আর একটা প‍্যাকেট নেব।"

ফটিক-"এটা ঠিক না, ওরা এইসময় আমাদের উপকার করছে, যদি গুনতিতে কম পড়ে।" এই বলে ফটিক নিজের পাউরুটির থেকে অর্দ্ধেক আর কলাটা গোপালের দিকে এগিয়ে দিয়ে বলল-"এই নে এটা ঠাকুমা-র খাবার।"








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন