অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

রবীন্দ্রনাথ

  

 

রবীন্দ্রনাথ
================
উত্তম কুমার দত্ত
================



ভাবছিলাম আসবে না,

তুমি এলে

প্রতিবছর যেমন তেমন নয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা নেই

আল্ জিভ বার করা কথা নেই

কলার উঁচিয়ে চলা নেই

মাইকের উল্লাস নেই

চোখ ঝলসানো লাইট নেই

শুধু ঘরে ছাদে বারান্দায় তোমার গলায়

মালা

কেউ তোমার গান, কবিতা

কেউ তোমার নাচ

কথকতা, স্মৃতি!

এমনটাই চাও তুমি-

নিভৃতে যতনে একান্ত কাছে পাওয়া।

তুমি এলে

ভুলে গেলাম সব আতঙ্ক

পাখির গান মধুর লাগলো আরো

আরো মিষ্টি ফুলের সুবাস

আকাশ আরো নীল।

তুমি এসো

প্রতিবছর প্রতিদিন প্রতিক্ষণ

তোমার মাভৈ: শুনি প্রাণে প্রাণে

বেঁচে উঠি তোমার সঞ্জীবনী সুধা পানে।


আমরা তো তোমারি প্রতীক্ষায়......











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন