মোদের রবি
=================
কৌশিক দাস
=================
তোমায় নিয়ে লিখতে গেলে ,
সেই লেখার হবেনা শেষ...
নয়কো তুমি সাধারন মোটেই ,
অতি সাধারণ শুধু তোমার বেশ ...
তোমার লেখনী কেটেছে আঁচর ,
হৃদয় মাঝে মোদের...
তোমার আগে নিচু করেছে মাথা ,
ঘৃনা করি মোরা যাদের ...
তোমার গানে সুর মেলাতে ,
ব্যাকুল কতোনা কবি...
তুমিই মোদের প্রেরনাদাতা ,
ভবিষ্যৎ প্রজন্মের তুমিই প্রতিচ্ছবি...
যুদ্ধাস্ত্রেও নেই ক্ষমতা ততটা ,
কলমে তোমার আছে যে ধার...
বাঙালি নয়...গোটা ভারতবাসীর ,
তুমিই শ্রেষ্ঠ উপহার...
হারিয়েছো তুমি , ভাবিনা কখনো,
নেই মোদের বেদনা ...
তোমার রচনা পড়েই শিখেছি ,
শত কষ্টেও কখনো কেঁদোনা ...
=================
কৌশিক দাস
=================
তোমায় নিয়ে লিখতে গেলে ,
সেই লেখার হবেনা শেষ...
নয়কো তুমি সাধারন মোটেই ,
অতি সাধারণ শুধু তোমার বেশ ...
তোমার লেখনী কেটেছে আঁচর ,
হৃদয় মাঝে মোদের...
তোমার আগে নিচু করেছে মাথা ,
ঘৃনা করি মোরা যাদের ...
তোমার গানে সুর মেলাতে ,
ব্যাকুল কতোনা কবি...
তুমিই মোদের প্রেরনাদাতা ,
ভবিষ্যৎ প্রজন্মের তুমিই প্রতিচ্ছবি...
যুদ্ধাস্ত্রেও নেই ক্ষমতা ততটা ,
কলমে তোমার আছে যে ধার...
বাঙালি নয়...গোটা ভারতবাসীর ,
তুমিই শ্রেষ্ঠ উপহার...
হারিয়েছো তুমি , ভাবিনা কখনো,
নেই মোদের বেদনা ...
তোমার রচনা পড়েই শিখেছি ,
শত কষ্টেও কখনো কেঁদোনা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন