অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

সৃষ্টিসুখ


  

 

সৃষ্টিসুখ
=================
মহাজিস মণ্ডল
=================



দূরত্বের সীমানায় পা রেখেছি,

বুকের গভীরে সুগভীর ক্ষত।


স্পর্শ এবং স্পর্শ চাই

অবাধ,অবিরত।


খর বৈশাখ কিংবা জ্যৈষ্ঠে

বৃষ্টিময় , হোক আমাদের জীবন...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন