দুই ফুল
=================
মৃত্যুঞ্জয় হালদার
=================
দুই ছেলে দুই ফুল
রবি আর নজরুল
যেন দুই দিক।
ছড়া আর কবিতায়
রাঙা সুখ সবিতায়
মন ভরে ঠিক।।
একজন গুরু কবি
দেশজুড়ে যার ছবি
মনে চিরকাল।
আসনটা পাতা আছে
থাক না সে দূরে কাছে
কবি দিকপাল।।
=================
মৃত্যুঞ্জয় হালদার
=================
দুই ছেলে দুই ফুল
রবি আর নজরুল
যেন দুই দিক।
ছড়া আর কবিতায়
রাঙা সুখ সবিতায়
মন ভরে ঠিক।।
একজন গুরু কবি
দেশজুড়ে যার ছবি
মনে চিরকাল।
আসনটা পাতা আছে
থাক না সে দূরে কাছে
কবি দিকপাল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন