প্রার্থনা
===================
শঙ্কর নাথ প্রামাণিক
===================
কবিগুরুকে সঙ্গে নিয়ে
তুমি আবার এসো
হে বিদ্রোহী কবি ,
আমাদের সবার মাঝে।
বিদ্বেষ আর জাতপাতে ---
শক্ত শৃঙ্খলে আবদ্ধ ,
বঙ্গ জননী বড়ো অসহায়।
উদ্ভ্রান্ত আমরাও ---
অস্তিত্বের সংকটে।
গীতাঞ্জলির প্রেমের তানে ---
অগ্নিবীণার ঝংকারে ,
কাটুক আমাদের সব অভিমান।
অলীক ভ্রাতৃবিরোধ আর
জাতপাতের মায়াজাল।
সবাইকে এক করে দাও
তোমরা হে কবি ---
গেয়ে সাম্যবাদের গান।
===================
শঙ্কর নাথ প্রামাণিক
===================
কবিগুরুকে সঙ্গে নিয়ে
তুমি আবার এসো
হে বিদ্রোহী কবি ,
আমাদের সবার মাঝে।
বিদ্বেষ আর জাতপাতে ---
শক্ত শৃঙ্খলে আবদ্ধ ,
বঙ্গ জননী বড়ো অসহায়।
উদ্ভ্রান্ত আমরাও ---
অস্তিত্বের সংকটে।
গীতাঞ্জলির প্রেমের তানে ---
অগ্নিবীণার ঝংকারে ,
কাটুক আমাদের সব অভিমান।
অলীক ভ্রাতৃবিরোধ আর
জাতপাতের মায়াজাল।
সবাইকে এক করে দাও
তোমরা হে কবি ---
গেয়ে সাম্যবাদের গান।
ধন্যবাদ জানাই অন্যমনে সাহিত্য পরিবারকে।শ্রদ্ধা জানাই ভাস্কর বাবুকে।
উত্তরমুছুন