অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

দুইটি কবিতায় ইন্দ্রাণী

 

 

ছন্দপতন
===============
ইন্দ্রাণী সরকার
===============



মেঘমেদুর দুচোখে সজল দৃষ্টি

ছলোছলো কাজল বলয়ে চিকচিকে হীরে

নতমুখ তারা সন্ধিস্নানে সিক্ত করেছে অবয়ব

মায়াঝিলে জোড়া জোড়া সারস আর সারসী



ছন্দপতনের আগে ও পরে যে বাউল

নৃত্যগীতে আকাশ ভরিয়ে দিত,

তার কণ্ঠের নির্যাস ধীরে ধীরে শুষ্কসম প্রায়

ধূলিস্যাৎ স্বপ্নে হাহাকারে খসে যায় কিছু তারা |





## ২ ##

কোনো এক বিকেলে
=================
ইন্দ্রাণী সরকার
=================



পাতাঝরা সেই পড়ন্ত বিকেলে

আবারও তার ভালোবাসায় মুগ্ধ হলাম ।



দূরে বিটপীর ছায়া

সামনে কালবেলা নদী

তার গভীর চোখের চাহনি

কি আছে তার চোখে

তার নীরব ভালবাসায় সিক্ত হলাম।



তার চোখের ভাষা পড়তে পড়তে

ঠোঁট দিয়ে তার কপাল আর চিবুকে

আমার উষ্ণ চুম্বন এঁকে দিতেই

সে আমায় দুহাত বাড়িয়ে আমার বুকের মধ্যে

তার কোমল মুখখানি গুঁজে দিল ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন