দেবতাকে আহ্বান
===============
অশোক রায়
===============
সারা বছর তোমারি রসে-বশে থাকি
তব রচনা-পাঠ-সঙ্গীতে মজে সুখবিলাস আঠারো আনা
বছরে শুধু একটি প্রভাতে ফেরি করে ফিরি
আমার জাগতিক চেতনা যখন লুটায় আমের ছায়ায়
কুহু-কেকা অবিকল কবির রব ব্যেপে বিশ্ব-চরাচর
বছরে একটি দিন সাগর আর আকাশ সুনীল
রুদ্র বৈশাখ নিদাঘের সীমাহীন জৈষ্ঠ
মিলেমিশে লীন অভ্যুত্থান আগ্নেয়গিরির অনন্ত দুয়ার
একটিবার এসো দাও ফিরে সে অমৃত নাম
উদয় রবির বিদ্রোহী কবির ফল্গুধারা্য নতুন প্রাণ
কপটতার বিজ্ঞপ্তি সভ্যতা হননে আগুয়ান অতিমারি
একটি বটগাছ পুঁতেছি, আর একটি কদম, কি আসবে তো!
===============
অশোক রায়
===============
সারা বছর তোমারি রসে-বশে থাকি
তব রচনা-পাঠ-সঙ্গীতে মজে সুখবিলাস আঠারো আনা
বছরে শুধু একটি প্রভাতে ফেরি করে ফিরি
আমার জাগতিক চেতনা যখন লুটায় আমের ছায়ায়
কুহু-কেকা অবিকল কবির রব ব্যেপে বিশ্ব-চরাচর
বছরে একটি দিন সাগর আর আকাশ সুনীল
রুদ্র বৈশাখ নিদাঘের সীমাহীন জৈষ্ঠ
মিলেমিশে লীন অভ্যুত্থান আগ্নেয়গিরির অনন্ত দুয়ার
একটিবার এসো দাও ফিরে সে অমৃত নাম
উদয় রবির বিদ্রোহী কবির ফল্গুধারা্য নতুন প্রাণ
কপটতার বিজ্ঞপ্তি সভ্যতা হননে আগুয়ান অতিমারি
একটি বটগাছ পুঁতেছি, আর একটি কদম, কি আসবে তো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন