অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

মেঘে মেঘে বেলা গেলে

 

 

মেঘে মেঘে বেলা গেলে
===================
যামী
===================

ঝিঁঝি পোকারা নীরব হলে রমণীয় চাঁদ

বাসন ধুয়ে কালো বাঁশবনে যায় শোক লুকাতে....


গাছেরাও ভালো নেই -

ঘুড়ির অন্য পিঠে হুহু সংবাদ উত্তাল সমস্বরে;

জোনাকির ঘরে নেই কাজ, ডানায় বন্ধ রুটিন --

অস্থায়ী পরবাসে মিছিল করেছে, চাকুরীহীন...


ছুটি পেয়ে গেলো বকেয়া ঋণ!

উঠোনে একগলা কান্না বঁড়শিতে মারছে টান...


ভীষণ অসুখ আজ মাছেদের পেটে

সিঁদুর মাখিয়ে কবে হবে হলুদ গর্ভগৃহের উত্থান!


পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছো পাষাণ!

দেবতা তুমি ঝরেছো কি ঘাসের মুকুরে?


শিশির তো জানেনি নৌকার গান!

ঢেউয়ের উথাল-পাথালে সন্ধ্যার মেয়ে শুধুই কাঁপে

আলো কবে জ্বেলে দেবে... শিয়রে --




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন