অধর চুঁইয়ে পড়ে
====================
সুকান্ত মজুমদার
====================
আর সেভাবে আলো তার মুখখানি
দীগন্তের গোধূলিতে হাসি হাসেনা
সারা শরীরে প্রেমের গন্ধ রাখেনা,
মন বিলাপের অথর্ব সুখ
চারিদিক অনিত্যের মরুতৃষায় কাতর
ঔদ্ধত্যের রঙ মাখা সাদা কবুতর
বেহিসেবি ওড়ান নিয়ে
অর্থহীন জয়ে মাতায় চরাচর।
সৃষ্টি ধ্বংসের নিরুত্তর প্রশ্ন
কিছু মৃত্যুর সুমহান স্থাপত্যের তলদেশে
প্রত্নতাত্ত্বিক প্রবাহে নদী হয়,
বয়ে যায় দুচোখের ঘুণধরা ঘুম
এমন না হওয়ারি কথা ছিল জেনে,
আমাদের দুটি পাতা তার দুটি অক্ষর
যেখানে প্রেম হয়েও সীমিত অর্থে
অহমিকার অধর চুঁইয়ে পড়ে।
====================
সুকান্ত মজুমদার
====================
আর সেভাবে আলো তার মুখখানি
দীগন্তের গোধূলিতে হাসি হাসেনা
সারা শরীরে প্রেমের গন্ধ রাখেনা,
মন বিলাপের অথর্ব সুখ
চারিদিক অনিত্যের মরুতৃষায় কাতর
ঔদ্ধত্যের রঙ মাখা সাদা কবুতর
বেহিসেবি ওড়ান নিয়ে
অর্থহীন জয়ে মাতায় চরাচর।
সৃষ্টি ধ্বংসের নিরুত্তর প্রশ্ন
কিছু মৃত্যুর সুমহান স্থাপত্যের তলদেশে
প্রত্নতাত্ত্বিক প্রবাহে নদী হয়,
বয়ে যায় দুচোখের ঘুণধরা ঘুম
এমন না হওয়ারি কথা ছিল জেনে,
আমাদের দুটি পাতা তার দুটি অক্ষর
যেখানে প্রেম হয়েও সীমিত অর্থে
অহমিকার অধর চুঁইয়ে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন