বিদ্রোহী কবি নজরুল
===================
শুভ্রব্রত রায়
===================
গ্রামের নামটি চারুলিয়া
অজয় নদের ধারে,
বিদ্রোহ কবি জন্ম নিলেম
গরীব চাষির ঘরে।
ধন্য জেলা বর্ধমান
ধন্য চারুলিয়া
এই গ্রামেতে ছন্মেছিলেন
মোদের দুখু মিঞা।
বাল্যকালে লেটোর দলে
গাইতেন তিনি গান
কিশোর কালে ব্রিটিশ সেনাদলে
করেন যোগদান।
ভারতের মান রাখিবারে
দিলেন চাকরি ছেড়ে,
পৌঁছে দিলেন বিদ্রোহের গান
ব্রিটিশ দরবারে।
===================
শুভ্রব্রত রায়
===================
গ্রামের নামটি চারুলিয়া
অজয় নদের ধারে,
বিদ্রোহ কবি জন্ম নিলেম
গরীব চাষির ঘরে।
ধন্য জেলা বর্ধমান
ধন্য চারুলিয়া
এই গ্রামেতে ছন্মেছিলেন
মোদের দুখু মিঞা।
বাল্যকালে লেটোর দলে
গাইতেন তিনি গান
কিশোর কালে ব্রিটিশ সেনাদলে
করেন যোগদান।
ভারতের মান রাখিবারে
দিলেন চাকরি ছেড়ে,
পৌঁছে দিলেন বিদ্রোহের গান
ব্রিটিশ দরবারে।
বিশ্ব কবি
=================
শুভ্রব্রত রায়
=================
আমাদের সকলের গর্বের প্রিয় বিশ্বকবি,
বাইশে শ্রাবণ আসলে পরে মনে পরে তোমার ছবি।
সাগরের ন্যায় সাহিত্যের ধারায়,
অসংখ্য সঙ্গীত, নাটক, গল্প কবিতায়।
প্রকৃতিপ্রেম, মানবপ্রেম ও স্বদেশপ্রেম ছিল তোমার হৃদয় সুরে,
তাই তুমি আজ বিশ্বকবি সকল বিশ্ব জুড়ে।
=================
শুভ্রব্রত রায়
=================
আমাদের সকলের গর্বের প্রিয় বিশ্বকবি,
বাইশে শ্রাবণ আসলে পরে মনে পরে তোমার ছবি।
সাগরের ন্যায় সাহিত্যের ধারায়,
অসংখ্য সঙ্গীত, নাটক, গল্প কবিতায়।
প্রকৃতিপ্রেম, মানবপ্রেম ও স্বদেশপ্রেম ছিল তোমার হৃদয় সুরে,
তাই তুমি আজ বিশ্বকবি সকল বিশ্ব জুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন