অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

রবীন্দ্র - নজরুল

  

 

রবীন্দ্র - নজরুল
=================
তপনকান্তি মুখার্জি
=================



রবিঠাকুর সেরার সেরা

বহুমুখী প্রতিভা ,

দুঃখেসুখে নিরুদ্বেগ

লক্ষসূর্যপ্রভা ।

কবির কবি কাজি নজরুল

দ্রোহে - বিদ্রোহে অনন্য ,

' জাতের নামে বজ্জাতি ' র

মূলটি ভেঙে ধন্য ।

গান - কবিতা - গল্প - নাট্যে

দুজনের অবদান ,

ভুলতে পারি কি আমরা বাঙালি

তাঁরাই মোদের মান ।

বাংলাসাহিত্য তাঁদের কাছে

দারুণভাবে ঋণী ,

স্মরণে - মননে থাকবেন তাঁরা

ধ্রুব মৃত্যুকে জিনি ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন