অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

ঘর

  

 
ঘর
=================
জয়তী
=================


পাতাগুলো চিৎকার করে ওঠে,

ঝড় এসেছে ঝড়-

এখনি ধুলোর ভেতর উড়তে থাকবে জঞ্জাল।

ওদের অশক্ত ছাদের মাথা,

দরমার বেড়া,

ভেতর থেকে বেরিয়ে আসে ছেঁড়া ক্যালেন্ডার-

গড়িয়ে যায় পথে, ভাঙার শব্দ রেখে-

সে রাতে আজ ভাতের হাড়ি নগ্ন;

একবেলা গুলো তিনবেলা ছোঁয়নি কতদিন !

উনুন জ্বলে না সেই গৃহস্থের ঘরে,

তাদের অমঙ্গল দিন !

ফাটা দেওয়াল ছিঁড়ে চুঁইয়ে নামে জল,

বাজের আলো, ছোট্ট ছেলে জড়িয়ে রাখে মাকে।

কোথায় ভয় ? ও তো ঝড়-

এই তো এখনি যাবে থেমে ।

নিকানো মেঝে আল্পনা দেয়, গড়িয়ে যায় জল-

মেয়ের চোখে ঘুম নেই আজ,

কল্পনার চলাচল-

কাদাজলে আঙুল চলে, আঁকতে চাইছে দেশ !

ওদের মতো হয়না কেন ! বলে, ভারতবর্ষ

মা, বাড়ি কেমন হয় ! কটা সিঁড়ি বেয়ে;

ঘরকে পাওয়া যায় ?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন