অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

কবিতায় বন্যা

 

২৫ শে বৈশাখ
=====================
বন্যা ব্যানার্জী
=====================

আজ দিনভোর শুধু সুরের খেয়া বাওয়া

বাতাসের ভরে ছড়িয়ে আছে রজনীগন্ধা আতর।

মালায় চন্দনে খুশি খুশি রবীন্দ্রনাথ আজ ঘরে ঘরে।

রোদের চাবুক,কিম্বা হঠাৎ জমে ওঠা মেঘ সব অগ্রাহ্য,সব উপেক্ষিত আজ।

বরাভয় নিয়ে ছায়া হয়ে আছে রবীন্দ্রনাথ।

আজ সবাই এক পথে,সব গান এক তীরে,কথা,কবিতা সে ও জন্মদিন ঘিরে।

হাতে হাতে মিলেমিশে এক আনন্দলোক।

অভিমানে লুকিয়ে থাকা সেই নাম! আজ ভালোবেসে,যত্নে আবার উচ্চারিত হোক।

বুকের মাঝে রক্তক্ষরণ,স্বজন হারানো সংশয় সব ভুলে থাক, সব যাক দূরে।

মরণ হতে আজ জাগি যেন রবি গানের সুরে।।




জন্মদিন
=================


অশান্ত দিন ঝড় উঠেছে

বুক দিয়ে কে ধুচ্ছে ভুল

ধরিত্রী মা বিদ্রোহিনী

আগুন দিয়ে বাঁধছে চুল।

একলা বাজে অগ্নিবীণা

বিশ্বাসের ই মাস্তুলে

শাওন রাতে,দহন দিনে

ভরসা আছে নজরুলে।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন