অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

প্রত্যুপহার


 

 

প্রত্যুপহার

============

অঙ্কন গুচ্ছাইত

============


কবি গুরুর জন্মদিনে

নিমন্ত্রিত নানান রাজ্যের নানান কবি ।

জমিনদারের পুত্র তিনি,

নজরুল কী দেবে- ছিল না ভাবচ্ছবি ।



শাসক বিরোধী ক্রান্তিকারি

লিখে নিলেন “বিদ্রোহী” কবিতা !

গরীবের ছেলে পৌঁছলেন

জমিনদারের গেটে, না ক’রে চিন্তা ।

চৌকিদার দিল না ঢুকতে,

জোরকদমে ঢুকে গেল দৌড়ে ।

ঘিরে নিল লাঠিয়াল,

চ্যাংদোলায় তুলে বাইরে দিল ছেড়ে ।



রবি শুনে হাঙ্গামা

এলো ছুটে বাইরে- “কা-রে রেখেছো আটকে ?”

“আমি বিদ্রোহী আমি-

সেই দিন হব শান্ত--দুখু মিঞা তোমার সম্মুখে ।”

ক্ষমাপ্রার্থী সকলেই ছিল

গেট্ থেকে নিয়ে গেলেন রবি- সঙ্গে করে ।

হাতে ছিল নীল পত্রালি--

‘মোর্চা’র আহ্বানে লেখা-”বিদ্রোহী” অকাতরে ।’ 
 
 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন