আত্ম ঘরে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল
=======================
বিকাশ চন্দ
=======================
# ১. #
কাঁটা গুল্ম ভ্রূণের যন্ত্রণা বোঝে রক্ত করবী
ভাঙা ঘরে প্রত্ন ছায়া বাঁধা অজস্র শেকড়ে
তবুও নিভৃতে হৃদয়ে হৃদয় খোঁজা বিষণ্ণ বাসরে।
ভাঙা জানালায় চোখ রেখে আবিশ্ব দেখার বাসনা
শরীরে শরীর ভাসালো প্রাণের পরশ ঋতুচক্র রাগে।
ক্ষুধিত পাষাণের হাহাকারে দেহান্তর বর্ষা বিষাদ
আবিশ্ব জেনেছে হৃদয়ে গানের উতরোল,
রক্ত করবীর হৃদয় ছোঁবে না রবি রশ্মি।
আহা ! ' তুঁহুঁ মম শ্যাম সমান--' তবুও শরীরগুলো ভাঙলো
কানায় কানায় ভরে উঠলো মরমি হৃদয় ---
আত্ম ঘরে আপন ঠাকুরের পায়ে রইলো শব্দের অঞ্জলি।
# ২. #
ফাঁকা মাঠে শূন্য পেটে বেজে ওঠে তালের ঢোলোক
দুখু মিঞা জানে লেটো গান অজস্র সুরের অনিন্দ্য কোলাহল,
ভাঙা পাঁচিলের মাথায় বসে দেখা যাত্রা পালা---
সুর তুলে পড়া রামায়ণ মহাভারতের সকল পয়ার পদ,
ধূমকেতুর পথ ছুঁয়ে আত্ম-রক্ত পাঁজর শেকল ভাঙার শব্দমালা
সর্বহারা সময় ডেকেছে বিশ্বের দুয়ারে কড়া নেড়ে---
অসহায় সময় ফিরিয়ে নিয়েছে তার আত্মার পাখি,
শুন্য বুকের হাহাকার জানে বুলবুল জানে রবিহারা----
ফিরে আয় ফিরে আয় শূন্য বুকের হা হা বাতাসে,
সর্বংসহা সবাক বিদ্রোহ তার তবু্ও নির্বাক কণ্ঠ সুর---
বাঁধা ছকে বাঁধেনি জীবন বেঁধে বেঁধে আছি চেতনায়
বেঁধে আছি নজরুলে।
=======================
বিকাশ চন্দ
=======================
# ১. #
কাঁটা গুল্ম ভ্রূণের যন্ত্রণা বোঝে রক্ত করবী
ভাঙা ঘরে প্রত্ন ছায়া বাঁধা অজস্র শেকড়ে
তবুও নিভৃতে হৃদয়ে হৃদয় খোঁজা বিষণ্ণ বাসরে।
ভাঙা জানালায় চোখ রেখে আবিশ্ব দেখার বাসনা
শরীরে শরীর ভাসালো প্রাণের পরশ ঋতুচক্র রাগে।
ক্ষুধিত পাষাণের হাহাকারে দেহান্তর বর্ষা বিষাদ
আবিশ্ব জেনেছে হৃদয়ে গানের উতরোল,
রক্ত করবীর হৃদয় ছোঁবে না রবি রশ্মি।
আহা ! ' তুঁহুঁ মম শ্যাম সমান--' তবুও শরীরগুলো ভাঙলো
কানায় কানায় ভরে উঠলো মরমি হৃদয় ---
আত্ম ঘরে আপন ঠাকুরের পায়ে রইলো শব্দের অঞ্জলি।
# ২. #
ফাঁকা মাঠে শূন্য পেটে বেজে ওঠে তালের ঢোলোক
দুখু মিঞা জানে লেটো গান অজস্র সুরের অনিন্দ্য কোলাহল,
ভাঙা পাঁচিলের মাথায় বসে দেখা যাত্রা পালা---
সুর তুলে পড়া রামায়ণ মহাভারতের সকল পয়ার পদ,
ধূমকেতুর পথ ছুঁয়ে আত্ম-রক্ত পাঁজর শেকল ভাঙার শব্দমালা
সর্বহারা সময় ডেকেছে বিশ্বের দুয়ারে কড়া নেড়ে---
অসহায় সময় ফিরিয়ে নিয়েছে তার আত্মার পাখি,
শুন্য বুকের হাহাকার জানে বুলবুল জানে রবিহারা----
ফিরে আয় ফিরে আয় শূন্য বুকের হা হা বাতাসে,
সর্বংসহা সবাক বিদ্রোহ তার তবু্ও নির্বাক কণ্ঠ সুর---
বাঁধা ছকে বাঁধেনি জীবন বেঁধে বেঁধে আছি চেতনায়
বেঁধে আছি নজরুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন