অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

শরীরতত্ত্ব

 

 

শরীরতত্ত্ব
==================
শুভজিৎ দাস
==================


" আমি হাতরে খুঁজে চলি এক দেহকে তার মনকে

কাম, ক্রোধ, লোভ .. সকল গোলাপী ঘরের জানালার দরাদকে অনুভবের সাহারায়,

গজিয়ে ওঠা বুকে বাম পাশের চারাগাছের

কচিপাতাকে ছুঁতে চাই ,

খুঁজে পাই এক দুর্বল দুপুর , মৃতপ্রায় গোলাপের গভীরতর বিষাদ !

হাতে লেগে যায় নীলাভ রক্তের হল্কা ।

ঠোঙা ভরা কবিতারা বেড়োতে চায়

নবজাগরণের খোঁজে ,

নিষ্প্রতিভ কবি জেগে ওঠে

দিগন্তের দর্পনরেখার মাঝে ,

দুর্বল দুপুরের শরীরী শব্দ আমায় ঘিরে থাকে

নীলাভ রক্তে মাখা শরীরের স্মৃতিতে।। "     



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন