অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

অপেক্ষা

   
অপেক্ষা
=================
দীপঙ্কর সরকার
=================



ক্রমশ চিন্তা বাড়ে তবু উদ্বিগ্ন হৃদয় আশ্রয়

খোঁজে , নিরাশায় ডুবতে ডুবতে ও জেগে

ওঠে প্রাণ ।


প্রাণের ধর্ম এই হতাশার মাঝেও এক চিলতে

সুখের সন্ধানে বাড়িয়ে দেয় হাত , যদি কেউ

হাতটা ধরে আবার ও বাঁচবে সে ।


ফিরে পাবে তেজ রক্তের ভেতর এ প্রত্যাশায়

নতুন ভোরের স্বপ্ন দ্যাখে , দিন বদলাবেই চির-

কাল থাকে না একভাবে ।


চলতে পারে না জীবন সুখ-দুঃখের চাকাটা

ঘুরবে ঠিকই ,আজ না হয় কাল সুদিন আসবে

ফের তার জন্যেই বেঁচে থাকা ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন