আমার সমাধি
=================
রনি অধিকারী
=================
সমাধি-মৃত্যু-শান্তি; মৃত্যু-সমাধি-শান্তি।
কেঁদোনাকো তুমি, হাতে-হাত ছুঁয়ে দেখ-
এখানে এভাবে এই যে আমি...
জ্যোৎস্নার জলে ঘাসের ঘ্রাণে
শুয়ে আছি আমি, আমার সমাধিতে।
করুণ কপালে চাঁদের চুম্বনে
এঁকে দেয় সমাধির শরীর...
সূর্যের তাপে, বায়ুর বিশ্বাসে
বালুর বালিশে শুয়ে আছি আমি-
আমার সমাধিতে।
একদিন মরুভূমির কান্নায় বালু ভিজে
নুয়ে পড়ে; তথাপি জোনাকিরা আলো
জ্বেলে দেয়- আমার সমাধি পরে।
=================
রনি অধিকারী
=================
সমাধি-মৃত্যু-শান্তি; মৃত্যু-সমাধি-শান্তি।
কেঁদোনাকো তুমি, হাতে-হাত ছুঁয়ে দেখ-
এখানে এভাবে এই যে আমি...
জ্যোৎস্নার জলে ঘাসের ঘ্রাণে
শুয়ে আছি আমি, আমার সমাধিতে।
করুণ কপালে চাঁদের চুম্বনে
এঁকে দেয় সমাধির শরীর...
সূর্যের তাপে, বায়ুর বিশ্বাসে
বালুর বালিশে শুয়ে আছি আমি-
আমার সমাধিতে।
একদিন মরুভূমির কান্নায় বালু ভিজে
নুয়ে পড়ে; তথাপি জোনাকিরা আলো
জ্বেলে দেয়- আমার সমাধি পরে।
জীবন যেখানে যেমন
=====================
রনি অধিকারী
=====================
=====================
রনি অধিকারী
=====================
অভিনয়ের
আড়ালে ঢাকা এ আমার বন্দি জীবন!
মূলত আমি কোথাও যেতে পারি না, কিছুই করতে পারি না
হাত-পা শেকলে বাঁধা, ভাব করি যেন এক মুক্তবিহঙ্গ...
এমন ফুরফুরে মেজাজে হাঁটি, যেন কোনো শেকল নেই পায়ে।
দু’চোখ থেকেও আমি অন্ধ! কিছুই দেখি না
এমনভাবে চোখের পলক ফেলি, সবাই ভাবে- দেখছি সবকিছু,
আমি কিছুই বলতে পারিনা, যা কিছু উচ্চারণ করি
তা সবই শেখানো বুলি, যাত্রাপালার অভিনয়ের মতো
আসলে কেনো বাক্যরচনা করবার ক্ষমতাই আমার নেই!
অভিনয়ে বড় বেশি পাকা আমি!
একটা লাশ হয়ে হেঁটে বেড়াইবোঝে না কেউ,
চিমটি কেটে দেখে না কেউ,
বেঁচে আছি নাকি মরে গেছি!
আমি দুঃখ পাই না, কোনো সুখানুভূতিও আমার নেই
কেননা মরা লাশের বন্দি জীবন আমার...
শুধুই ঘুরপাক খাই সাড়ে তিন হাত বন্দি পরিখায়!
মূলত আমি কোথাও যেতে পারি না, কিছুই করতে পারি না
হাত-পা শেকলে বাঁধা, ভাব করি যেন এক মুক্তবিহঙ্গ...
এমন ফুরফুরে মেজাজে হাঁটি, যেন কোনো শেকল নেই পায়ে।
দু’চোখ থেকেও আমি অন্ধ! কিছুই দেখি না
এমনভাবে চোখের পলক ফেলি, সবাই ভাবে- দেখছি সবকিছু,
আমি কিছুই বলতে পারিনা, যা কিছু উচ্চারণ করি
তা সবই শেখানো বুলি, যাত্রাপালার অভিনয়ের মতো
আসলে কেনো বাক্যরচনা করবার ক্ষমতাই আমার নেই!
অভিনয়ে বড় বেশি পাকা আমি!
একটা লাশ হয়ে হেঁটে বেড়াইবোঝে না কেউ,
চিমটি কেটে দেখে না কেউ,
বেঁচে আছি নাকি মরে গেছি!
আমি দুঃখ পাই না, কোনো সুখানুভূতিও আমার নেই
কেননা মরা লাশের বন্দি জীবন আমার...
শুধুই ঘুরপাক খাই সাড়ে তিন হাত বন্দি পরিখায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন