অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ জুন, ২০২১

ব্লু মুন রেড হার্ট


 

 

ব্লু মুন রেড হার্ট
=================
মৌ মধুবন্তী
=================



নীল চাঁদ.. ভোর সকাল.. ব্লু মুন রাত.. নাসার লাইভ শো... তিয়াত্তর হাজার দর্শক... সকলে মিলে তাকিয়ে আছে এক লক্ষ্যে.. লক্ষ লক্ষ জনতার চেতনার হয়নি উন্মেষ। ব্লুমুন বুকে নিয়ে ঘুমিয়ে গেছে পৃথিবীর ইতিহাস। আজ একত্রিশ জানুয়ারী,কোটা বাড়ি,দুহাজার আঠার.. নাসার ফেসবুক লাইভে দর্শক সংখ্যা বেড়ে এখন বিরাশী হাজার ও...আমাদের গঞ্জের হাটের মত.. মাত্র তিয়াত্তর হাজার ... নাকে এসে গন্ধ ধাক্কা দেয় গাঁজার... পৃথিবী এখন ম্যাজিক...।ডিজিটাল উঠান পেরিয়ে এখন সকলে নকলে ব্যস্ত... গন্ডমুর্খের গোশালা... এমন প্রযুক্তির কথাও তারা বোঝে না... ।গন্ডার মানুষেরা হালাল-হারামে,পাপে-পুন্যে বসে কাষ্ঠ কাশি কাশে, ডুমস ডে ডুমস ডে করে আরেকদল চেঁচিয়ে গলার কলতলা চৌচির করে দিচ্ছে, বিটকয়েন পড়তে পড়তে মাটির কোলে বিছিয়ে দিয়েচ্ছে অর্থনীতির ব্লাডশেড...তবুও মানুষ হালাল-হারাম খোঁজে...।হারামখোরেরা বসে বসে হারামের শোকে বুকে পাথর বাঁধে... ব্লু মুন তারা চিনে না... মেইড ইন চায়না, ভাবনার ভেতর ঘটে গেছে সশব্দে কাল রাতে বিকট ভূমিকম্প,খবরে প্রকাশ ডোনাল্ড ট্রাম্প কিউ টিপ্স দিয়ে ডান কান চুল্কাচ্ছে.. টুইটার.. ইন্সটাগ্রাম... অষ্টগ্রাম.. ফিউচারনেট.. এসব এখন ইউটিউব চ্যানেল... জীবন যখন লাইট হাউজ বাতিঘর.. তখন কিসের ডর.. কিসের এতো বিষন্নতা..এই পৃথিবী এখন মারডালা...মারডালা....



1 টি মন্তব্য: