অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারী

শুভশ্রী নায়েক
=============================================================================


কাশফুলের চেনা সাজে দেবী বন্দনার সুর।

মহামায়ার রূপে রেঙে ওঠে রুবীনা।

মালতী,বকুল,কমলার সাথে-

নদীর ধারের কাশবনে দেবীর অসুর নিধন মহড়া।

আশ্বিনের শারদ প্রাতে' -জাতের বালাই ভুলে

কিশোরী মনে জগন্মাতার বিনাশিনী রূপ ।

কাজল সুখে, গভীরতায় ভরা দৃষ্টি -

লাঠি ভেঙে ত্রিশূল বানিয়েছে অসুর হননে।

কৈলাসে চলেছে মানব পুতুলের অভিনয়ের দৃশ্য -

তৃপ্তি ফুটে উঠছে, রুবীনার চোখে মুখে।

দরজার কোনে দাঁড়িয়ে এমন অসুরকে

বার বার দমন করার ইচ্ছে সেধেছিলো মনে-

মায়ের সাথে হওয়া আসুরিক মত্ততাকে

এমন ভাবেই শূলবিদ্ধ করতে চেয়েছে সে।

মালতী,বাবার অসুর মূর্তি দেখেছে অনেক বার-

বকুল ও কম দেখেনি এসব নাটক।

কমলের পিঠে মাষ্টারমশাই এর কোমল হাত

কত বার ঘুরেছে সুযোগে সুবিধে করে।

সমস্ত কিছুই আগুন হয়ে বেরোচ্ছে কিশোরী শ্বাসে-

অসুর সাজানো দেবীর ই কুশপুত্তলিকায়।

দহন চলেছে প্রাণশক্তির,নীরব নিপীড়নের-

গর্জে উঠছে নারী শক্তি প্রবল হুংকারে।

রুবীনা,মালতি,বকুল,কমলা,ঘর ছেড়ে রাস্তায়-

প্রতিবাদের নিঃশব্দ গত হারিয়ে জবাব চাইছে।

ভোগ্য পন্য নই,মাতৃত্ব ধারণ করার ক্ষমতা রাখি-

সমাজ তুমি স্রষ্টা হতে পারোনা আমার আধার ভুলে।

হিংস্রতা নিয়ে চোখ রাঙাতে পারতে না-

যদি আমার জঠর কক্ষে তোমার চোখ না ফুটতো॥

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন