রুমা ঢ্যাং অধিকারী
================================================================================
#১
অলীক স্নানযোগ সামনে রেখে যেকোনো প্রস্তুতিপর্বে
-- তুমি গার্গি
পাখির কলতানের পাশে
বিধৃতে তিষ্ঠতঃ! আঁচের ভর্তুকি উলটে
ধুয়ে ফেলো মাঝরাতের আর্তনাদ, বাহিত শূলপাণি
কুরঙ্গিণী তবে তুমিও...
কিন্তু আঁশবটির ধারে বসে থেকে আজন্ম আমি বিড়ালাক্ষী
#২
তাপ বিকীর্যমানে তবু তো জেগে থাকে সরীসৃপ পাড়া
ছাপিয়ে যাওয়া উদরান্ন
ওহে তণ্ডুল, প্রিয়মাণ দিনে
ত্রাণপ্রাপ্ত নিয়ে তবে কেন এত সংশয়
ইপ্সম সল্টে কুঁকড়ানো পাতাদের ঘুম ভাঙা
এবং চারটি ইষ্টিকুসুমে নিরাকার ---
এই হেডলাইনেই তো উড়ে যাচ্ছে। বেশরম হাওয়া
এসবের তলায় তলায়
রূপকল্পে ভিত দিতে থাকেন মুকুন্দরামের উত্তরাধিকারী
তিনি নির্মক্ষিক...
জনটীকায় শুধু উগড়ে দেন বিষ
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন